দুর্নীতির অভিযোগে ভারতে ৪ ক্রিকেটার বরখাস্ত
ক্রিকেটে দুর্নীতির অভিযোগে আসামের চার ক্রিকেটার অমিত সিনহা, ইশান আহমেদ, আমন ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরিকে বরখাস্ত করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। বরখাস্তকালীন সময়ে রাজ্য পর্যায়ের কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না তাদের কেউ।