প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন শামসুর
শামসুর রহমান শুভর পছন্দের খেলোয়াড় ছিলেন মাহেলা জয়াবর্ধনে। শামসুর যখন ঘরোয়াতে ব্যাটিং করতেন ওই সময় ড্রেসিংরুম থেকে মাহেলা..মাহেলা বলে চিৎকার করতেন সতীর্থরা। বেশ কয়েকবারই এমন ঘটনা ঘটেছে। অনেকে শামসুরের ব্যাটিংয়ে জয়াবর্ধনের ছাপও খুঁজে পেয়েছিলেন। আশার প্রদীপ হয়ে ক্রিকেটে এলেও জাতীয় দলের হয়ে খুব বেশি সুযোগ মেলেনি শামসুরের।