প্রথমবার অ্যাশেজে বাংলাদেশের আম্পায়ার সৈকত
সবশেষ ডিসেম্বর-জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আম্পায়ারিং করেছেন গত জুন-জুলাইয়ে হওয়া অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতেও। কয়েক মাসের ব্যবধানে অ্যাশেজেও অভিষেক হলো সৈকতের। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে অ্যাশেজে আম্পায়ারিং করার সুযোগ পেয়েছেন তিনি।