সাব্বিরদের হারিয়ে এনসিএল শুরু ইয়াসির-জয়-মুমিনুলদের
হাফ সেঞ্চুরিয়ান এসএম মেহেরব হাসান ফিরলেন সকালের শুরুতেই। সাবধানী ব্যাটিংয়ে সেঞ্চুরির আশা জাগালেন প্রিতম কুমারও। যদিও শেষ পর্যন্ত সেঞ্চুরি পাওয়া হয়নি ডানহাতি উইকেটকিপার ব্যাটারের। পরবর্তীতে হাফ সেঞ্চুরি পেলেন শাখির হোসেন শুভ্রও। তবুও জয়ের জন্য যথেষ্ট হলো না রাজশাহী বিভাগের। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে হার দেখতে হয়েছে সাব্বির রহমানদের। রাজশাহীকে ১১২ রানে হারিয়ে শুরুটা ভালো করলেন চট্টগ্রাম বিভাগের ইয়াসির আলী রাব্বি, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়রা।