চট্টগ্রামকে হারিয়ে বিপিএলের নতুন চ্যাম্পিয়ন রাজশাহী
বিপিএল ফাইনাল শুরু হতে তখনো ঘণ্টা দেড়েক বাকি। এমন সময় হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে এলেন আকবর আলী ও সালমা খাতুন। বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো অধিনায়ক হিসেবে ট্রফির নিয়ে মিরপুরে আসেন আকবর। চলতি বিপিএলে ডানহাতি উইকেটকিপার ব্যাটার খেলেছেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। শেখ মেহেদী ফটোসেশন করলেও চট্টগ্রাম রয়্যালসের বাকি ক্রিকেটাররা ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পেলেন না। নাইম শেখদের সেই সুযোগটা কেড়ে নিয়েছেন তানজিদ হাসান তামিম। দুর্দান্ত ব্যাটিংয়ে রাজশাহীর হয়ে বিপিএল ফাইনালে সেঞ্চুরি করেন বাঁহাতি ওপেনার।