
ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, কারিমার ঝলকে অ্যান্টিগার প্রথম জয়
সিপিএলে ফেরার ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচে বার্বাডোস রয়্যালসের সঙ্গেও প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মতো বোলিংয়েও এবারও এক ওভারের বেশি সুযোগ মেলেনি তাঁর। নিজের করা একমাত্র ওভারে চার-ছক্কায় দিয়েছেন ১৪ রান, ছিলেন উইকেটশূন্য। বোলিংয়ের মতো ব্যাটিংটাও যুঁতসই হয়নি সাকিবের।