
মারা গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও কোচ সিম্পসন
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও দেশটির প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন ৮৯ বছর বয়সে সিডনিতে মারা গেছেন। ক্রিকেটার ও কোচের পাশাপাশি অস্ট্রেলিয়ার নির্বাচক হিসেবেও কাজ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেটের অন্যতম প্রভাববিস্তারি সিম্পসনের মৃত্যুর খবর এক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।