
ইংল্যান্ডের হয়ে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন হাসিবউল্লাহ
‘তুমি যতই ভালো হও না কেন—যদি তুমি ভুল জায়গায় থাকো, তাহলে তুমি মূল্যহীন।’ টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাকিস্তান শাহীনসের স্কোয়াডে জায়গায় না পেয়ে ইনস্টাগ্রামে এমন স্টোরি দিয়েছিলেন হাসিবউল্লাহ খান। বাঁহাতি উইকেটকিপার ব্যাটারের এমন স্টোরির পর গুঞ্জন উঠে জাতীয়তা বদলে ইংল্যান্ডের হয়ে খেলবেন তিনি। তবে এরকম গুঞ্জন উড়িয়ে দিয়ে হাসিবউল্লাহ জানিয়েছেন, তিনি পাকিস্তানের হয়ে খেলতেই প্রতিশ্রুতিবদ্ধ।