
কোহলির বিকল্প খুঁজতে ভারতের কয়েকটা সিরিজ লাগবে: পুজারা
বিরাট কোহলির টেস্ট থেকে অবসরের সঙ্গে সঙ্গে ভারতের টপ অর্ডারে তৈরি হয়েছে বড় শূন্যতা। সবচেয়ে বড় প্রশ্ন এখন—চার নম্বরে কে? এই পজিশনটা শুধু পরিসংখ্যানে নয়, মানসিক দিক থেকেও দলের সেরা ব্যাটারের জায়গা হিসেবে ধরা হয়। চেতেশ্বর পুজারার মতে, এই প্রশ্নের উত্তর মিলবে সময়ের সঙ্গে। এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলে জানান তিনি।