তাসকিনের ২ উইকেটে জিতল নর্দান ওয়ারিয়র্স
ক্যারিয়ারে প্রথমবার টি-টেন লিগে খেলতে গিয়ে বোলিংয়ে শুরুটা ভালো হয়নি সাইফ হাসানের। ইনিংসের সপ্তম ওভারে বোলিং করতে এসে দুই ছক্কায় ১৭ রান দেন ডানহাতি এই অফ স্পিনার। বোলিংয়ে সুবিধা করতে না পারা সাইফ এদিন ব্যাট হাতেও দলকে জেতাতে পারেননি। ১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে তার দলের ইনিংস থামে ১১০ রানে। ৩ উইকেট নিয়ে নর্দান ওয়ারিয়র্সকে জিতিয়েছেন শাহনাওয়াজ দাহানি। ২ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদও।