
‘মাঠে ঢুকলে বাইরের বিতর্ক বেশি দেখি না’
মাঠের বাইরে একের পর এক বিতর্কের সঙ্গে জড়িয়েছে দুর্বার রাজশাহীর নাম। পারিশ্রমিক না দেয়ায় দেশি ক্রিকেটারদের অনুশীলন বয়কট, বিদেশিদের ম্যাচ বয়কট কিংবা হোটেল ভাড়া না দিতে পারার মতো ঘটনায় জড়িয়েছে প্রথমবার বিপিএল খেলতে আসা ফ্র্যাঞ্চাইজিটির নাম। মাঠের বাইরে এত বিতর্ক থাকলেও সবশেষ তিন ম্যাচে টানা জিতে প্লে-অফের খুব কাছে দাঁড়িয়ে আছে দলটি। বাইরের বিতর্ক প্রভাব ফেললেও এস এম মেহেরব জানালেন, মাঠে ঢুকলে এগুলোকে তারা বেশি ফোকাস করেন না।