
টানা পাঁচ হারে তলানিতেই থাকল ঢাকা
টানা চার ম্যাচ হেরে আগে থেকেই পয়েন্ট তালিকার তলানিতে ছিল ঢাকা ক্যাপিটালস। কখনও ব্যাটিং ব্যর্থতা আবার কখনও বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের সঙ্গ খুঁজে না পাওয়া। ঢাকার ‘হাজারটা’ সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়নি, তাতে সিলেটে প্রথম দুই ম্যাচ খেলেও ভাগ্য বদলাতে পারেননি। চিটাগং কিংসের বিপক্ষে ঢাকার পুঁজিটা একেবারে খারাপ ছিল না। সাব্বির রহমানের ৩৩ বলে অপরাজিত বিধ্বংসী ৮২ রানের ইনিংসে ১৭৭ রান করতে পেরেছিল তারা।