
সেঞ্চুরির পর বল হাতে ইফতির চমক, মোহামেডানকে হারাল গুলশান
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম ম্যাচেই হারের মুখ দেখল ঢাকার ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে তারা হেরেছে ১০৭ রানের বিশাল ব্যবধানে। এই ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৯৮ রান করে গুলশান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৯১ রানেই গুটিয়ে যায় মোহামেডান।