বাংলাদেশের বিপক্ষে নিজেদের অবস্থান যাচাই করতে চায় আয়ারল্যান্ড
সাদা পোশাকের ক্রিকেটে কাগজে-কলমে আয়ারল্যান্ড থেকে ঢের এগিয়ে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্ট খেলতে নামার আগে বাংলাদেশের শক্তিমত্তার কথা অকপটেই স্বীকার করে নিলেন অ্যান্ডি বালবির্নি। যদিও বাংলাদেশের বিপক্ষে খেলে নিজেদের অবস্থান যাচাই করে নিতে চান আইরিশ অধিনায়ক।