
রিশাদকে না খেলানোর ব্যাখ্যা দিলেন বরিশালের কোচ
তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবদের পেছনে ফেলে ২০২৪ সালে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। অথচ ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচই খেলার সুযোগ পাচ্ছেন না ডানহাতি এই লেগ স্পিনার। রিশাদকে না খেলানোর ব্যাখ্যা কিংবা তাকে নিয়ে পরিকল্পনা জানতে চাওয়া হলে মিজানুর রহমান বাবুল বলেন, ‘সামনে আরও অনেক সময় পড়ে আছে।’