
পেরেরা-রাজার ঝড়ে পিএসএলের চ্যাম্পিয়ন রিশাদ-সাকিবদের লাহোর
ম্যাচ জিততে শেষ ৩০ বলে লাহোর কালান্দার্সের প্রয়োজন ছিল ৭১ রান। এমন সময় আবরার আহমেদের ওভারে ১২ রান নিয়ে আসেন কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকশে। পরের ওভারে অবশ্য মোহাম্মদ আমিরকে খেলতেই পারছিলেন না তারা দুজন। বাঁহাতি পেসারের প্রথম চার বলে রাজাপাকশের উইকেট হারানো লাহোর ২ রানের বেশি করতেই পারেনি। তবে ব্যাটিংয়ে এসেই আমিরের শেষ দুই বলে চার ও ছক্কা মেরে পুষিয়ে দেন সিকান্দার রাজা।