
পাঞ্জাবকে গুঁড়িয়ে আইপিএল ফাইনালে কোহলির বেঙ্গালুরু
আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে যে ধরনের লড়াই জমে ওঠার কথা ছিল, তেমনটা হয়নি। উল্টো জস হ্যাজেলউড, ইয়াশ দয়াল, সুয়াশ শর্মাদের নৈপুণ্যে দর্শকরা এ দিন দেখেছে কম রানের ম্যাচ। যেখানে মাত্র ১০১ রান করে পাঞ্জাব কিংস। জবাবে ফিল সল্টের হাফ সেঞ্চুরিতে অনায়সে এই লক্ষ্য অতিক্রম করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটি বরাবর দশ ওভার হাতে রেখে আট উইকেটে জিতে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেল বিরাট কোহলি-রজত পাতিদারের দলটি।