
‘সাকিবিয়ান, তামিমিয়ানের মতো জিনিস বাংলাদেশের ক্রিকেট ধ্বংস করছে’
‘বন্ধু তালিকার ঐক্যজোট ফ্যানরা আওয়াজ দেন। চলেন একসাথে সদরঘাটের দিকে, বরিশালের লঞ্চ ঘেরাও দিমু।’ চিটাগং কিংসকে হারিয়ে ফরচুন বরিশাল আবারও বিপিএলের চ্যাম্পিয়ন হওয়ায় ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন তামিম ইকবালের এক ভক্ত। সাকিব আল হাসানের ভক্তদের উদ্দেশ্য করে এমন পোস্ট দিয়েছেন সেটা হয়ত বুঝতে বাকি থাকার কথা নয়। সবশেষ কয়েক বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে সাকিব ও তামিমের সমর্থকরা।