বিপিএলে ৬ দলের অধিনায়ক চূড়ান্ত
‘আমি চাই সৌম্য অধিনায়কত্ব করুক, যদি ও করতে চায়।’ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষে এমন মন্তব্য করেছিলেন খালেদ মাহমুদ সুজন। পরবর্তীতে সৌম্য সরকার ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছিলেন, তাঁর অধিনায়কত্ব করার ইচ্ছে আছে। যদিও বিপিএলের আগামী আসরের জন্য অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়নি বাঁহাতি ওপেনার। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে নোয়াখালীকে নেতৃত্ব দেবেন সৈকত আলী।