
‘অনার্স বোর্ডে’ নাম লেখাতে না পেরে ব্রিটজকের আক্ষেপ
হাফ সেঞ্চুরিকে অভ্যাসে পরিণত করেছেন সাউথ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটজকে। ক্যারিয়ারের প্রথম চার ওয়ানডের চারটিতেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে রেকর্ডটা আগেই নিজের করে নিয়েছিলেন তিনি। আগের চার ইনিংসে তার রান ছিল ১৫০, ৮৩, ৫৭ ও ৮৮—যা ওয়ানডে ইতিহাসে ক্যারিয়ারের সেরা সূচনা।