নোয়াখালীর কাছে হেরে রফিক বললেন, ‘এটা পার্ট অব দ্য গেম’
বিপিএলের প্রথম ছয় ম্যাচের একটিতেও জিততে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। হারের বৃত্তে ঘুরতে থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে খালেদ মাহমুদ সুজনের দল। অথচ সেই দলের বিপক্ষেই হোঁচট খেয়েছে লিটন দাস, তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ ও ডেভিড মালানের মতো তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া রংপুর রাইডার্স। এমন হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করছেন মোহাম্মদ রফিক। রংপুরের স্পিন বোলিং কোচের কাছে নোয়াখালীর বিপক্ষে হার খেলারই অংশ।