
সাকিব-মিরাজের সঙ্গে পিএসএল খেলতে ফের পাকিস্তানে রিশাদ
দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষ করে পিএসএল খেলতে আবারো পাকিস্তানে গেছেন রিশাদ হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা নিশ্চিত করেছে তার দল লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি।
দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষ করে পিএসএল খেলতে আবারো পাকিস্তানে গেছেন রিশাদ হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা নিশ্চিত করেছে তার দল লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি।
২০১৭ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজে গেলেও অস্ট্রেলিয়া সিরিজের জন্য ম্যাচ না খেলেই ফিরতে হয়েছিল বাংলাদেশের অলরাউন্ডার। প্রায় ৮ বছর পর আবারও সুযোগ পেলেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে।
প্রায় ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাটে-বলে ভালো করতে পারেননি সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেকের দিনে ব্যাটিংয়ে ‘গোল্ডেন ডাক’ মারা তারকা অলরাউন্ডার বোলিংয়ে ২ ওভারে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সাকিবের এমন পারফরম্যান্সের দিনেও পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে পিএসএলের সেরা চারে জায়গা করে নেয় লাহোর।
রিশাদ হোসেন দেশে ফেরার পর লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলতে গেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডারের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সিকান্দার রাজার বদলি হিসেবে পিএসএলের বাকি অংশের জন্য মিরাজকে দলে নিয়েছে লাহোর। ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। এটাই হতে যাচ্ছে মিরাজের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অপ্রতিরোধ্য ছিলেন মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচের সিরিজে তিনটি ফাইফারের সঙ্গে একটি সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই অলরাউন্ডার। আর তাতেই এপ্রিলের মাসসেরার মনোনয়ন পেয়েছিলেন তিনি। তার সঙ্গে লড়াইয়ে ছিলেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অপ্রতিরোধ্য ছিলেন মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচের সিরিজে তিনটি ফাইফারের সঙ্গে একটি সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই অলরাউন্ডার। আর তাতেই র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছেন মিরাজ। এ ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে উঠে আসেন তিনি।
আইসিসির সর্বশেষ টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের সঙ্গে শীর্ষে থাকা রবীন্দ্র জাদেজার ব্যবধান এখন মাত্র ৭৩ রেটিং পয়েন্ট।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডারের পাশাপাশি এপ্রিলের সেরা হওয়ার দৌড়ে আছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।
আগামী বছরের শুরুতেই ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরকে সামনে রেখে টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। আসন্ন সংযুক্ত আরব আমিরাত সিরিজ দিয়ে বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে হারানোর মূল নায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে বল হাতে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ইনিংস একাই গুঁড়িয়ে দিয়েছেন এই ডানহাতি স্পিনার।
জিম্বাবুয়ের বিপক্ষে লিড বাড়িয়ে নিতে মেহেদী হাসান মিরাজের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় দিনে চমৎকার ব্যাটিংয়ে সেঞ্চুরি করে সবার আস্থার প্রমাণও দিয়েছেন মিরাজ। ব্যাটিংয়ে সেঞ্চুরি করা অলরাউন্ডার বল হাতে ছিলেন আরও দুর্দান্ত। জিম্বাবুয়ের পাঁচ ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে চট্টগ্রাম টেস্ট জেতানোর পাশাপাশি সিরিজেও সমতা এনে দিয়েছেন তিনি।
মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি এবং পাঁচ উইকেটের ম্যাচে জিম্বাবুয়েকে ইনিংস এবং ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় দিন শুরুতে ১০৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেন মিরাজ, পরে বল হাতে ৩২ রান খরচায় পাঁচ উইকেট নেন তিনি। সোহাগ গাজী এবং সাকিব আল হাসানের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট পেলেন মিরাজ। তার দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে ২২৭ রানে অল আউট হওয়া জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে করে ১১১ রান। এর আগে মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করে ৪৪৪ রান।