
সাইফ-হৃদয়রা প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে: কার্তিক
শ্রীলঙ্কান পেসার নুয়ান থুসারাকে রীতিমতো পাড়ার বোলার বানিয়ে ফ্লিক শট খেলেছেন সাইফ হাসান। বাংলাদেশের চার উইকেটের জয়ের পর সাইফের খেলা সেই শটটি প্রশংসায় ভাসছে। এই শটের ভূয়সী প্রশংসা করেছেন মুরালি কার্তিক।