
ভারতকে হারাতে ভাগ্যের সহায়তাও চান সান্টনার
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ায় দুবাইতে একটানা খেলছে ভারত। কন্ডিশন সম্পর্কে বেশ ওয়াকিবহাল দলটি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও নিউজিল্যান্ডের থেকে কিছুটা এগিয়ে আছে দলটি। শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপা জিততে চাই ভাগ্যের ছোঁয়া চান মিচেল সান্টনার।