১৫ ছক্কায় ৪২ বলে ১৪৪, পান্তের পাশে সূর্যবংশী
মুহাম্মদ রোহিদ খানকে চার মেরে ১৭ বলে হাফ সেঞ্চুরি করেন বৈভব সূর্যবংশী। একটু পর মুহাম্মদ আরফানের অফ স্টাম্পের বাইরের বলে এক্সট্রা কভারের উপর দিয়ে চার মেরে বাঁহাতি এই ওপেনার করেছেন। ৩২ বলে সেঞ্চুরি পাওয়া সূর্যবংশী পুরো ম্যাচ জুড়ে তাণ্ডব চালিয়ে খেলেছেন ৪২ বলে ১৪৪ রানের ইনিংস। সূর্যবংশীর এমন তাণ্ডবের দিনে সংযুক্ত আরব আমিরাত ‘এ’ দলের বিপক্ষে ২০ ওভারে ২৯৭ রানের পুঁজি পেয়েছে ভারত ‘এ’ দল।