কাতারের দোহায় আগে ব্যাটিং করতে নেমে প্রিয়ানশ আরিয়া রান আউট হয়ে দ্রুত ফিরলেও অন্যপ্রান্তে রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন সূর্যবংশী। দুর্দান্ত ব্যাটিংয়ে পঞ্চম ওভারেই হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি। রোহিদের বলে চার মেরে ১৭ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ১৪ বছর বয়সি এই ব্যাটার। সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৮২ রান তোলে ভারত।
হাফ সেঞ্চুরির পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেন তিনি। মোহাম্মদ ফারাজউদ্দিনের ওভারে নামান ধীর দুইটি ছক্কা মারেন। একই ওভারে দুইটি চারের সঙ্গে একটি ছক্কা মারেন সূর্যবংশী। মুহাম্মদ জাওয়াদউল্লাহর এক ওভারে ছক্কা মারেন তিনটি। দশম ওভারে গিয়ে আরফানকে চার মেরে ৩২ বলে ছুঁয়েছেন সেঞ্চুরি। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।
২০১৮ সালে দিল্লির হয়ে সমান ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন ঋষভ পান্ত। তবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টির সেঞ্চুরির রেকর্ডটা উর্ভিল প্যাটেল ও অভিষেক শর্মার। যেখানে উর্ভিল গুজরাটের হয়ে এবং অভিষেক ২৮ বলে সেঞ্চুরি করেন পাঞ্জাবের জার্সিতে। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির তালিকায় যৌথভাবে পাঁচে আছেন সূর্যবংশী।
দেশকে প্রতিনিধিত্ব করছেন এমন দলের হয়ে যারা সেঞ্চুরি করেছেন তাদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সী। মাত্র ১৪ বছর ২৩২ দিন বয়সে সেঞ্চুরি করেছেন ভারতের এই ওপেনার। যার ফলে ভেঙে দিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিমের রেকর্ড। ২০০৫ সালে ১৬ বছর ১৭১ দিন বয়সে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অপরাজিত ১১১ রান করেছিলেন মুশফিক।