
সেপ্টেম্বরে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি নিয়োগ, অক্টোবরে ড্রাফট
কদিন আগেই সভা করে বিপিএল শুরুর দিনক্ষণ ঠিক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে আগামী বিপিএল। তবে কবে নাগাদ নতুন ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি হবে এবং কবে নাগাদ প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে এই বিষয়ে খোলাসা করেছেন বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম।