বাংলাদেশের কঠিন সিদ্ধান্তে হতবাক সাবেক ভারতীয় ক্রিকেটার
বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এই অবস্থায় বাংলাদেশের জায়গা নিতে পারে স্কটল্যান্ড। নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে অনুরোধ করেছিল, যেন বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। আইসিসি জানিয়ে দিয়েছে, বিশ্বকাপের সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না।