সুপার ওভারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন পাকিস্তান
রিপন মণ্ডল, রাকিবুল হাসানরা নিজেদের কাজটা ঠিকই করে দিয়েছিলেন। সাদ মাসুদের শেষের ক্যামিওর পরও দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান শাহীনসকে ১২৫ রানে আটকে দিয়েছিলেন তারা। সহজ লক্ষ্য তাড়ায় হাবিবুর রহমান সোহান ও জিসান আলম ভালো শুরুর আভাসও দিয়েছিলেন। তবে কয়েক ওভারের ব্যবধানে পাকিস্তানের স্পিনারদের ঘূর্ণিতে ছন্নছড়া হয়ে পড়ে বাংলাদেশ। ইয়াসির আলী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলীদের ব্যর্থতায় দিনে একটু আশা জাগালেন রাকিবুল হাসান ও এসএম মেহেরব। তারা দুজনে অবশ্য খেলাটা শেষ করতে পারেননি। মেহেরব ১৯ রানে ফেরার পর ২৪ রানে আউট হয়েছেন রাকিবুল।