জারিনের ৪ উইকেটের পরও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার
পাকিস্তানের অধিনায়ক ইমান নাসিরের সঙ্গে কমল খান, জোফিশান আয়াজ ও শাহার বানুর উইকেট নিয়েছিলেন জারিন তাসনিম লাবণ্য। ৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৮৮ রানে আটকে দেয়ার কাজটা ভালোভাবেই করেছিলেন ডানহাতি এই অফ স্পিনার। জারিনের ওমন বোলিংয়ের পরও ব্যাটারদের ব্যর্থতায় ৭৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ১৩ রানের হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু স্বাগতিকদের।