
স্বপ্নের বিশ্বকাপ, অথচ সেখানে গিয়ে ব্যর্থতার বলয়ে আটকে গেছে বাংলাদেশ। সপ্তাহ দুয়েকের বিরতি দিয়ে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামছে টাইগাররা। অনুশীলন দেখে অবশ্য বোঝার উপায় নেই ব্যর্থতার বলয়ে আটকে আছেন ক্রিকেটাররা। সেটা না হওয়াটাই অবশ্য দলের জন্য ভালো ব্যাপার। ম্যাচের আগের দিন অনুশীলনে ক্রিকেটাররা ছিলেন চনমনে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তো আরও একটু বেশি।
জীবনের শুরুটা যেমন একেকজনের একেক রকম তেমনি লক্ষ্যও থাকে একেবারে ভিন্ন। ধরুন, কেউবা হতে চান আলবার্ট আইনস্টাইন, কেউবা ডন ব্রাডম্যান, কেউবা নামকরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউবা ম্যারাডোনা, আবার কেউবা শেন ওয়ার্ন। গুটিকয়েকজনের নাম বললাম, এছাড়াও আরও অনেকেই আছেন জীবন চলার পথে যাদের আমরা অনুপ্রেরণার উৎস মনে করি।
স্বপ্ন পূরণের জন্য দেশান্তরী হওয়ার অনেক বাস্তব গল্প আছে। কিন্তু জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলার স্বপ্নের জন্য বাড়ি, গাড়িসহ সব সম্পদ বিক্রি করে দেশান্তরী হওয়ার কথা কোনো দিন শোনা যায়নি। এবার এমনই এক নজির গড়েছেন সদ্য নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হওয়া ব্যাটসম্যান ডেভন কনওয়ে।