নাসুমের ৫ উইকেটে সিলেটের জয়, হেরেই চলেছে নোয়াখালী
সৌম্য সরকারকে ফিরিয়ে উইকেটের শুরুটা করেছিলেন নাসুম আহমেদ। বাঁহাতি স্পিনার পরবর্তীতে ফিরিয়েছেন হায়দার আলী, মেহেদী হাসান রানা, জহির খান এবং বিলাল সামিকে। নিজের শেষ ওভারেই নিয়েছিলেন তিন উইকেট। ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট নিয়ে নোয়াখালী এক্সপ্রেসকে মাত্র ৬১ রানে গুঁড়িয়ে দেন নাসুম। সহজ লক্ষ্য তাড়ায় পারভেজ ইমন দ্রুতই ফিরলে আক্রমণাত্বক ব্যাটিংয়ে সিলেট টাইটান্সকে এগিয়ে নেন তৌফিক খান তুষার ও জাকির হাসান। শেষের দিকে অবশ্য দ্রুতই তিনটি উইকেট হারায় সিলেট। তবে ৬ উইকেটের জয় পেতে খুব বেশি কষ্ট হয়নি স্বাগতিকদের।