
‘কোহলির অবসরের সিদ্ধান্ত সঠিক, তবে সময় ভুল’
ভারতের টেস্ট ক্রিকেটকে তরুণদের জন্য ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিতে পারেন বিরাট কোহলি- এমন খবর কাঁপিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। তবে এই সিদ্ধান্তের সময়টাই ভুল বলে মনে করছেন ভারতের সাবেক ওপেনার নবজ্যোত সিং সিধু। ইংল্যান্ড সফরের আগে এমন সিদ্ধান্ত ভারতের জন্য বড় ধাক্কা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।