৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ক্যাম্পবেল
দীর্ঘ বিরতির পর আবারও ওয়ানডে দলে ফিরছেন জন ক্যাম্পবেল। ২০১৯ সালের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩৭ বলে ১৭৯ রানের ঝড়ো ইনিংস খেলে আলোচনায় এসেছিলেন বাঁহাতি ওপেনার। সেই ম্যাচে শাই হোপকে সঙ্গে নিয়ে গড়েছিলেন ৩৬৫ রানের বিশ্বরেকর্ড উদ্বোধনী জুটি। কিন্তু বিস্ময়করভাবে সেটিই ছিল তার শেষ ওয়ানডে ম্যাচ।