
গলে স্পিন উইকেট বানিয়ে ‘শিক্ষা’ হয়ে গেছে শ্রীলঙ্কার
গলকে বলা হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটের দুর্গ! গলে লঙ্কানদের হারানো অনেক কঠিন এমন কথাও বেশ প্রচলিত। অথচ সেই গলেই চাপা পড়লেন ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমালরা। এশিয়ার বাইরের প্রতিপক্ষের জন্য অবশ্য ‘স্পিনস্বর্গ’ সাজিয়ে রাখতেন লঙ্কানরা। স্পিনের দাপটে গলের উইকেট ব্যাটারদের জন্য অনেকটা ‘মৃত্যুকূপ’ও।