
এখন ব্যাটিং অনেক সহজ, ২০-২৫ বছর আগে দ্বিগুণ কঠিন ছিল: পিটারসেন
লম্বা সময় ধরেই আলোচনা চলছে ক্রিকেট অনেকটাই ব্যাটারদের খেলা হয়ে উঠেছে। বোলাররা যেন সুবিধা পান এবং ব্যাটে-বলে যেন সামঞ্জস্য আসে সে কারণে আইসিসি ওয়ানডে ক্রিকেটে ৩৪ ওভারের পর দুই প্রান্তে একটি বল ব্যবহারের নিয়ম করেছে। সেই সঙ্গে আরও বেশ কিছু নিয়ম আছে আলোচনায়।