
৫ বলে ৫ উইকেট নিয়ে ক্যাম্ফারের ইতিহাস
পুরুষ পেশাদার ক্রিকেটে প্রথম বোলার হিসেবে পাঁচ বলে পাঁচ উইকেট নেয়ার বিরল কীর্তি গড়েছেন আয়ারল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ডাবলিনে ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফির ম্যাচে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে মানস্টের রেডসের হয়ে এই নজির গড়েন তিনি।