রান তাড়ার জুজু কাটাতে পারল না খুলনা, বরিশালের জয়
৭ ম্যাচ, ৩ জয় এবং ৪ হার! বিপিএলের প্রথম সাত ম্যাচে খুলনা টাইগার্সের পরিসংখ্যানটা এমনই। জয় পাওয়া সবগুলো ম্যাচেই আগে ব্যাটিং করেছিল খুলনা। যে চারটি ম্যাচে তারা হেরেছে সেই ম্যাচগুলোতে রান তাড়া করছিলেন মেহেদী হাসান মিরাজরা। এমন পরিসংখ্যানের পরও ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন খুলনার অধিনায়ক। টসের সময় মিরাজ জানিয়েছিলেন, শিশিরে কথা মাথায় রেখেই তারা রান তাড়া করতে চান।