কামিন্সের দুর্দান্ত বোলিংয়ের পর বৃষ্টি, বাদ পড়ল হায়দরাবাদ
সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে এই দুই দলকে। চলতি আইপিএলে ১১ ম্যাচে ছয়টি জয় নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে দিল্লি। সমান ম্যাচে তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে আছে হায়দরাবাদ।