
লিটনের বদলি ঘোষণা করল করাচি কিংস
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পুরো আসরে খেলার অনুমতি পেয়েছিলেন লিটন দাস। সেই সুবাদে পিএসএল খেলতে রওনা দিয়েছিলেন বাংলাদেশের ওপেনার লিটন। যদিও আঙুলের ইনজুরির কারণে পিএসএলে না খেলেই দেশে ফিরছেন তিনি। তার পরিবর্তে বেন ম্যাকডারমটকে স্কোয়াডে ভিড়িয়েছে করাচি কিংস।