
দেশে ফিরলেন নাহিদ-রিশাদ
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রচেষ্টায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি ছাড়েন রিশাদ হোসেন-নাহিদ রানাসহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রচেষ্টায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি ছাড়েন রিশাদ হোসেন-নাহিদ রানাসহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা।
ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বে এক সপ্তাহের জন্য স্থগতি করা হয়েছে আইপিএল। আইপিএলের বাকি এখনও ১৬টি ম্যাচ। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আবারও শুরু হলে কমে যেতে পারে ভেন্যু সংখ্যা। এরই মধ্যে তিনটি ভেন্যু শর্টলিস্ট করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
এক সপ্তাহ পর চালু করা সম্ভব না হলে আগষ্টের বাংলাদেশ সফর ও সেপ্টেম্বরের এশিয়া কাপ বাদ দিয়ে ওই সময় আইপিএলের বাকি অংশ আয়োজন করতে চায় ভারত! টাইমস অব ইন্ডিয়ার এমন খবরের পরদিন দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহী ইংল্যান্ড। ভারত রাজী হলে আগামী সেপ্টেম্বরে আইপিএলের শেষ অংশের আয়োজক হতে চায় তারা।
ভারত যখন পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় তখন রাওয়ালপিন্ডিতে অবস্থান করছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। পিএসএল খেলতে যাওয়া দুই ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন কঠিন পরিস্থিতিতে বিসিবি যথাযথ সাহায্য করায় সভাপতি ফারুক আহমেদ ও শাহরিয়ার নাফিসকে ধন্যবাদ দিয়েছেন রিশাদ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রচেষ্টায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি ছাড়েন রিশাদ হোসেন-নাহিদ রানাসহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা। তবে তারা রাওয়ালপিন্ডি ছাড়ার একটু পরই পাকিস্তানে হামলা চালায় ভারত। এমন খবরে ভয় পেয়েছিলেন রিশাদ। তবে কোনো প্রকার ঝামেলা ছাড়া দুবাইয়ে পৌঁছাতে পারায় স্বস্তি ফিরে পেয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার।
ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ। টুর্নামেন্ট স্থগিত হওয়ায় দেশে ফিরে আসছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ তৎপরতায় কাল (১০ মে) বাংলাদেশে ফিরে আসছেন তারা দুজন।
প্রতিশোধ নিতে একের পর এক হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে ভারত ও পাকিস্তান। দুই দেশের সংঘাতের জেরে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরের বাকি অংশ। এমন ঘোষণার কয়েক ঘণ্টা পর পরিস্থিতির আরও অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য পিএসএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে আগষ্টে হতে যাওয়া বাংলাদেশ সফর বাতিল করতে পারে ভারত! এমনকি ওই সময়ে হতে যাওয়া এশিয়া কাপও মাঠে নাও গড়াতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সফর বাতিল করে ওই সময় আইপিএলের বাকি অংশ শেষ করতে পারে দেশটির ক্রিকেট বোর্ড। যদিও সিরিজ বাতিল নিয়ে কোনো খবর নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে।
ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতের জেরে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর। এমন অবস্থায় বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের তত্ত্বাবধান বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের জেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়েছে পিসিবি। একই পথে হেঁটে সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ আয়োজন করতে চেয়েছিল বিসিসিআই। তবে পাকিস্তানকে আগেই কথা দেয়ায় ভারতকে না করে দিয়েছে আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)।
ভারত ও পাকিস্তানের সংঘাতের ফলে ভয়টা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত নিরাপত্তার স্বার্থে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়েছে। এমন অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফারুক আহমেদের বোর্ডের চেষ্টায় বিশেষ বিমানে রাতে দুবাই নিয়ে যাওয়া হচ্ছে রিশাদ ও নাহিদকে।
আইপিএলের এবারের আসর স্থগিত ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শুরুতে অনির্দিষ্টকালের জন্য বলা হলেও পরে নিজেদের বিবৃতিতে আইপিএলের আয়োজকরা জানায় ৭ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় আইপিএলের গভর্নিং কাউন্সিল।