এর আগে দলটির অধিনায়ক হিসেবে ছিলেন আরেক ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড। ২০২৩ সালের মেজর লিগ ক্রিকেটে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন পুরান।
ব্যাট হাতে ১৬৭ স্ট্রাইক রেটে করেছিলেন ৩৮৮ রান। ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে এমআই নিউ ইয়র্ককে জিতিয়েছিলেন মেজর লিগের প্রথম শিরোপা।
বর্তমান সময়েও ফর্মের তুঙ্গে আছেন পুরান। ২০২৪ সালে টি-টোয়েন্টিতে মোট ১৭০টি ছক্কা মেরেছেন তিনি। যা সেই বছরের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এবারের আইপিএলেও ৫০০ এর বেশি রান করেছেন তিনি।
পুরানের অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে আন্তর্জাতিক অঙ্গনেও। তিনি ৩০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তবে জয় পেয়েছেন মাত্র ৮ ম্যাচে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব থেকেই ক্যারিবীয়রা বিদায় নিলে সরে দাঁড়ান পুরান।
এ বছরের মেজর লিগ ক্রিকেট শুরু হচ্ছে ১২ জুন থেকে। উদ্বোধনী ম্যাচে সান ফ্রান্সিস্কো ইউনিকর্ন্সের বিপক্ষে। এমআই নিউ ইয়র্ক মাঠে নামবে আগামী ১৩ জুন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ১৩ জুন।