বিপিএল মাতাতে নবির ছেলে এখন সিলেটে
২৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসন্ন এই লিগকে ঘিরে ইতোমধ্যেই বাংলাদেশে আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। ইতোমধ্যেই বেশ কজন আন্তর্জাতিক ক্রিকেটার বাংলাদেশে পা রেখেছেন।
২৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসন্ন এই লিগকে ঘিরে ইতোমধ্যেই বাংলাদেশে আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। ইতোমধ্যেই বেশ কজন আন্তর্জাতিক ক্রিকেটার বাংলাদেশে পা রেখেছেন।
রংপুর রাইডার্সের হয়ে আবারও কোচিং করাতে এসেছেন মিকি আর্থার। গত বিপিএলে তার অধীনে প্লে অফে খেলেছিল রংপুর। টানা ৮ ম্যাচে অপরাজিত থাকার পর এলিমিনেটরে খুলনা টাইগার্সের সাথে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবার আর সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি চান না তিনি।
ইফতিখার হোসেন ইফতির হাফ সেঞ্চুরিতে ভালো শুরু পেলেও রংপুর রাইডার্সের লাগাম টেনে ধরেন আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল। সহজ লক্ষ্য তাড়ায় তানজিদ হাসান তামিম ও জিসান আলমের ব্যাটে ভালো শুরু পায় রাজশাহী ওয়ারিয়র্স। দ্রুত কয়েকটি উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত ও আকবর আলীর ব্যাটে ৫ উইকেটের জয় পেয়েছেন হান্নান সরকারের শিষ্যরা। রংপুরকে হারিয়ে বিপিএলের প্রস্তুতিটা ভালোভাবেই সারল রাজশাহী।
বিপিএল শুরুর আগে মিরপুরে দেশীয় শিল্পীদের নিয়ে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে নিরাপত্তা শঙ্কায় সেই অনুষ্ঠান বাতিল করে দেশের ক্রিকেট বোর্ড। তবে টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করে বিসিবি। ঢাকার পরিবর্তে ছোট পরিসরে সিলেটে উদ্বোধনী অনুষ্ঠান করবে তারা। মূলত দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিনিয়ত সিদ্ধান্ত বদলাতে হচ্ছে তাদের, এমনটাই জানিয়েছেন ইফতেখার রহমান মিঠু।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। দলটি নিলামের পর একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে। কদিন আগেই তারা আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবিকে দলে নিয়েছে। এবার দলটি চুক্তি করেছে আফগানিস্তানের হার্ডহিটার ওপেনার সেদিকউল্লাহ অটলের সঙ্গে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ( বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপের আগে বিপিএলে খেলা জাতীয় দলের ক্রিকেটারদের ওয়ার্কলোড পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোন ক্রিকেটারের ওয়ার্কলোড বেশি হলে তাকে বিশ্রাম দেয়ার পরামর্শও দেয়া হবে ফ্র্যাঞ্চাইজিকে। নাহিদ রানা জানিয়েছেন, ওয়ার্কলোডের পরিকল্পনা জানানো হয়েছে তাদের। তবে বিপিএলে সব ম্যাচ খেলতে বাধা নেই তাদের।
বিপিএলের এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন। দলটিতে আছেন জাতীয় দলের এক ঝাঁক তারকা। সাইফ হাসানের সঙ্গে আছেন তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারির মতো ক্রিকেটাররা। দলটিতে ইমাদ ওয়াসিম, নাসির হোসেন ও দাসুন শানাকার মতো অলরাউন্ডারও আছেন।
ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই ছিলেন তাসকিন আহমেদ, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন ও নাসির হোসেনরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য তাদের মধ্য থেকে মিঠুনকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ঢাকা। টুর্নামেন্ট শুরুর আগে প্রথম অনুশীলনে মিঠুন কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ডঙ্কা বেজে উঠতে আর বাকি কয়েকদিন। নিলামের আগে পরে মিলিয়ে ইতোমধ্যেই দল গুছিয়ে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মাঝে মাঠের অনুশীলনও শুরু করে দিয়েছে তারা।
২৬ ডিসেম্বর আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর আগে ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে জমকালো আয়োজনে হওয়ার কথা ছিল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। তবে নিরাপত্তা শঙ্কায় বাতিল করা হয়েছে অনুষ্ঠানটি।
২৬ ডিসেম্বর আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর আগে সিলেট পর্বের টিকেটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। মাত্র ২০০ টাকায় গ্রিন গ্যালারিতে বসে বিপিএল দেখতে পারবেন সমর্থকরা। তবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলতে দেখতে চাইলে খরচ করতে হবে ২ হাজার টাকা।