ভারতকে একাই জেতালেন তিলক
মার্ক উডের লেংথ ডেলিভারিতে আগের ম্যাচে ঝড় তোলা অভিষেক শর্মা ফিরতেই ব্যাটিংয়ে এলেন তিলক ভার্মা। বাঁহাতি ব্যাটারের সঙ্গী তখন সাঞ্জু স্যামসন। ভারতের উইকেটকিপার ব্যাটারও টিকলেন না বেশিক্ষণ। জফরা আর্চারের অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারিতে টপ এজ হয়ে ফিরলেন ব্রাইডন কার্সের হাতে ক্যাচ দিয়ে।