জোড়া সেঞ্চুরির ম্যাচে পান্তকে তিরস্কার করল আইসিসি
হেডিংলি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তির মুখে পড়েছেন ঋষভ পান্ত। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভাঙায় তাকে তিরস্কার করেছে আইসিসি। পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্টও।
হেডিংলি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তির মুখে পড়েছেন ঋষভ পান্ত। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভাঙায় তাকে তিরস্কার করেছে আইসিসি। পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্টও।
হেডিংলি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে নজর কেড়েছেন ঋষভ পান্ত ও লোকেশ রাহুল। একই টেস্টের দুই ইনিংসেই শতরান করে ইতিহাস গড়েছেন পান্ত। ভারতীয় ক্রিকেটে তিনিই প্রথম উইকেটরক্ষক যিনি এক টেস্টে দু’টি সেঞ্চুরি করলেন।
প্রথম ইনিংসে শোয়েব বশিরকে ছক্কা মেরে সেঞ্চুরি করেছিলেন ঋষভ পান্ত। দ্বিতীয় ইনিংসে সেই বশিরের বলেই সিঙ্গেল নিয়ে একশ ছুঁলেন। পান্ত সেঞ্চুরি পাওয়ার পর গ্যালারিতে দাঁড়িয়ে বারংবার ডিগবাজি উদযাপন করার পরামর্শ দিচ্ছিলেন সুনীল গাভাস্কার। ভারতের উইকেটকিপার ব্যাটার অবশ্য ডিগবাজি না দিয়ে ভিন্ন এক উদযাপন করলেন। একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করে ভারতের পাশাপাশি ক্রিকেটে ইতিহাসে জায়গা করে নিলেন বাঁহাতি এই ব্যাটার।
কয়েকদিন আগেই ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ ট্রফির নতুন নাম রাখা হয়েছে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’। এতদিন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখালেও সম্প্রতি এ নিয়ে ক্ষোভ ঝাড়লেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। মূলত ভারতের ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারের নাম কেন জেমস অ্যান্ডারসনের পরে দেয়া হয়েছে, সেটা নিয়েই ক্ষোভ ঝাড়লেন তিনি।
লিডসে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন হ্যারি ব্রুক। তার সেঞ্চুরি মিসের দিনে ভারতের করা ৪৭১ রানের জবাবে ৪৬৫ রান করে ইংল্যান্ড। ছয় রানে এগিয়ে থাকা ভারত তৃতীয় দিন শেষ করেছে দুই উইকেটে ৯০ রান নিয়ে। সফরকারীদের লিড ৯৬ রানের।
হেডিংলিতে বেন স্টোকসের স্লোয়ার ইয়র্কার ডেলিভারিতে পয়েন্টে ঠেলে দিয়ে ৯৯ রানে পৌঁছান ঋষভ পান্ত। সেঞ্চুরি পেতে স্বাভাবিকভাবেই একটু সাবধান হয়ে খেলার কথা ভারতের উইকেটকিপার ব্যাটারের। অথচ পরের ওভারে শোয়েব বশিরের বলে একটু এগিয়ে এসে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরি তুলে নিলেন পান্ত। ইংল্যান্ডে পাওয়া নিজের তৃতীয় সেঞ্চুরিতে বাঁহাতি এই ব্যাটার ছাড়িয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনিকে। এমন পারফরম্যান্সে টেস্টে পান্তকে ভারতের সবচেয়ে সফল উইকেটকিপার ব্যাটার হিসেবে আখ্যা দিলেন দীনেশ কার্তিক।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে একটা সময় ৪৩০ রানে তিন উইকেট ছিল ভারতের। সেখান থেকে মাত্র ৪১ রানে শেষ সাত উইকেট হারিয়ে ৪৭১ রানে অলআউট হয়ে যায় দলটি। ঋষভ পান্ত ১৩৪ রান করে আউট হওয়ার পরই নামে ধ্বস। দ্রুত ভেঙে পড়ে মিডল থেকে ভারতের লোয়ার অর্ডার।
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য কীর্তি গড়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পান্ত। ৯৯ রানে দাঁড়িয়ে স্পিনার শোয়েব বশিরের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে নিজের সপ্তম টেস্ট শতক পূর্ণ করেন তিনি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হয়েছে ইংল্যান্ডের। হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তবে বল হাতে ভালো করতে পারেনি ইংলিশরা। তারা প্রথম দিনে উইকেট নিতে পেরেছে মাত্র ৩টি। এরই মধ্যে ভারতের দুজন ব্যাটাসম্যান তুলে নিয়েছেন সেঞ্চুরি।
টেস্ট ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মার্ক উড। চলমান ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে খেলতে চান ইংল্যান্ডের অভিজ্ঞ এই পেসার। ৩৫ বছর বয়সী এই পেসার বর্তমানে হাঁটুর চোট কাটিয়ে উঠছেন। আগামী ৩১ জুলাই শুরু হতে যাওয়া ওভাল টেস্টের আগে ফিট হয়ে উঠবেন বলেই বিশ্বাস তার।
গতবারের রঞ্জি ট্রফির মৌসুমে মুম্বাই দলের ভেতরে একটি ঘটনাকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট মহলে রোমাঞ্চ সৃষ্টি হয়। অধিনায়ক আজিঙ্কা রাহানের সঙ্গে তরুণ ব্যাটার ইয়াশভি জয়সাওয়ালের তর্ক-বিতর্কের খবর উঠে আসে শিরোনামে।
আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা ভারতের টেস্ট দলে নেই অনেক দিন ধরেই। ২০২২ সালের ইংল্যান্ড সফরে থাকা বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং রোহিত শর্মাকেও পাওয়া যাচ্ছে না এবার। রাহানে ও পূজারা অবসর না নিলেও বাকি তিন জনই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছেন। গত এক দশকে ভারতের টেস্ট ক্রিকেটকে যারা এগিয়ে নিয়ে গেছেন তাদেরকে ছাড়া প্রথমবার খেলতে নেমেছে ভারত। সিনিয়র কোহলি ও রোহিত না থাকায় ধরে নেয়া হচ্ছে টেস্ট ক্রিকেটে ভারতের নতুন যুগের শুরু।