
ভারতের ব্যাটিং ধ্বসের দায় গম্ভীরকে দিচ্ছেন কার্তিক
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে একটা সময় ৪৩০ রানে তিন উইকেট ছিল ভারতের। সেখান থেকে মাত্র ৪১ রানে শেষ সাত উইকেট হারিয়ে ৪৭১ রানে অলআউট হয়ে যায় দলটি। ঋষভ পান্ত ১৩৪ রান করে আউট হওয়ার পরই নামে ধ্বস। দ্রুত ভেঙে পড়ে মিডল থেকে ভারতের লোয়ার অর্ডার।