
কিউইদের হেসেখেলে হারাল বাংলাদেশ
বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে সিরিজের প্রথম একদিনের ম্যাচে দাঁড়াতেই পারল না নিউজিল্যান্ড 'এ' দল। শরিফুল ইসলাম-তানভির ইসলামদের বোলিংয়ের সামনে ৩৪.৩ ওভারে ১৪৭ রানেই থেমেছে নিউজিল্যান্ড 'এ' দলের ইনিংস। ৬৮ রানে আট উইকেট হারানো দলটিকে কিছুটা লড়াইয়ের পুঁজি এনে দেন ডিন ফক্সক্রফট। যদিও এনামুল হক বিজয় এবং মাহিদুল ইসলাম অঙ্কনের দুটি ত্রিশ ছাড়ানো ইনিংসে সহজেই ম্যাচটি জিতে বাংলাদেশ 'এ' দল। ২৭.২ ওভারে তিন উইকেট হারিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ, ম্যাচটি জিতে নেয় সাত উইকেটে।