রিশাদের ২ উইকেট, টানটান উত্তেজনার ম্যাচে হারল হোবার্ট
বল হাতে বিগ ব্যাশে নিয়মিত আলো ছড়াচ্ছেন রিশাদ হোসেন। ব্রিসবেন হিটের বিপক্ষেও ২৭ রান খরচায় ২ উইকেট শিকার করেন বাংলাদেশের এই স্পিনার। আর তাতেই হিটকে ১৬০ রানে আটকে রাখে হোবার্ট হারিকেন্স। এরপর শেষ পর্যন্ত লড়াই করেও ৩ রানে হার মানতে হয়েছে হারিকেন্সকে। শেষ বলে ৫ বলের সমীকরণ মেলাতে পারেননি রিশাদ। তিনি সিঙ্গেল নিলে দল হেরে যায়।