হংকং সিক্সেসে সাইফউদ্দিনের ১২ বলে ৫৫, জিসানের অলরাউন্ড নৈপুণ্য

সংবাদ · হংকং সিক্সেস
হংকং সিক্সেসে সাইফউদ্দিনের ১২ বলে ৫৫, জিসানের অলরাউন্ড নৈপুণ্য
Author photo
Cricfrenzy Desk
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

হংকং সিক্সেস টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ওমানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে আগে ব্যাট করে বিনা উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশের দলটি। এরপর সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ রানের বেশি করতে পারেনি ওমান।

৩৪ রানের জয়ের ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন জিসান আলম ও ইয়াসির আলী। ওপেনিং জুটি থেকেই আসে ৩৬ রান। ইয়াসির ২৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

জিসান আলম ১২ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এর মধ্যে ৮টিই ছিল ছক্কার মার। আর একটি চার। এরপর ১২ বলে ৫৫ রান করেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। তিনি নিজের ইনিংস সাজিয়েছেন ৭টি ছক্কা ও ৩টি চারে। আবু হায়দার শেষ পর্যন্ত ৪ রান করে অপরাজিত ছিলেন।

টুর্নামেন্টের নিয়মনুযায়ী হাফ সেঞ্চুরির পর দলের ব্যাটারকে উঠে যেতে হয় রিটায়ার্ড হার্ট হয়ে। ফলে জিসান ও সাইফউদ্দিন হাফ সেঞ্চুরির পর আর ব্যাট করতে পারেননি।

এরপর বল করতে নেমে জিসান ২টি উইকেট নেন। তা ছাড়া সাইফউদ্দিন, সোহাগ গাজী ও আবু হায়দার একটি করে উইকেট নিয়ে ওমানকে গুঁড়িয়ে দেন। ওমানের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার নানায়াক শুক্লা। ২৪ রান করেন হাসনাইন শাহ।

আরো পড়ুন: this topic