ড্রাফটের আগে সবকিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস ফারুকের

সংবাদ · বিপিএল
ড্রাফটের আগে সবকিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস ফারুকের
Author photo
Cricfrenzy Desk
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তার আগে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। আর মাত্র কদিন বাকি থাকলেও বিপিএলের সাত দল এখনও চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বেশ কয়েকবার সময় বাড়ালেও সব ফ্র্যাঞ্চাইজি এখনও অংশগ্রহণ ফি জমা দিতে পারেনি। মূলত এ কারণেই বিপিএলের বেশ কিছু বিষয় ঝুলে আছে। শনিবার মিরপুরে বিসিবির কার্যালয়ে বিপিএলের রোডম্যাপ নির্ধারণে অংশগ্রহণকারী সাত ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেছিল বোর্ড।

সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ইতিবাচক কোনো সংবাদ জানাতে পারেননি। তিনি নিশ্চিত করেছেন বিপিএলের ৯৫ শতাংশ দল নিশ্চিত হয়েছে। বিপিএল ড্রাফটের আগে সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশবাদী বিসিবি সভাপতি। 

তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, 'ফ্র্যাঞ্চাইজির ব্যাপারটা ৯৫ শতাংশ ঠিক হয়েছে। আপনি জানেন যে আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি সর্বশেষ দুই মাস। আমরা এখনও সেখান থেকে খুব একটা ঘুরে দাঁড়াতে পারিনি। তাই সেই চ্যালেঞ্জটা এখনও আছে। আমি বলবো না যে সব ঠিক হয়ে গেছে। এখনও কিছু পেমেন্ট বাকি আছে। আমরা বারে বারে সময় বাড়িয়েছি। আমাদের ড্রাফট যেহেতু ১৪ তারিখে। আমরা এখনও পর্যন্ত সেটাই রেখেছি। ওইদিনই আয়োজন করতে চাই। তার আগে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে আশা করছি।'

বিপিএলের রিটেনশন নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার কথা ছিল এই সভায়। প্রাথমিক আলোচনা অনুযায়ী বিপিএলের নতুন তিন ফ্র্যাঞ্চাইজি ড্রাফটের বাইরে তিনজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে পারবে। আর পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলো একজন ক্রিকেটারকে সরাসরি দলে নেয়ার সঙ্গে দুইজন ক্রিকেটারকে রিটেইন করতে পারবে। যদিও পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের আপত্তির কারণে বিষয়টি ঝুলে আছে। বিসিবি সভাপতিও এই ব্যাপারে তাই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেননি।

তিনি বলেছেন, 'আর যেসব ছোটোখাটো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের রিটেনশনের ব্যাপারটা ভালোভাবে কার্যকর হতো যদি সাতটি দলই থাকত। যেহেতু সাতটি দল নেই। চারটি দল আছে এবং তিনটি দল নতুন এসেছে। যারা আছে তাদের এবং যারা আসবে তাদের দুই পক্ষের সামঞ্জস্যের জন্য কিছু মানিয়ে নিতে হয়। সেখানে আমরা একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আমরা লম্বা সময় ধরে মিটিং করেছি। এরা আমাদের পার্টনার। তারা খুব ভালো কাজ করছে। তারা আমাদের সঙ্গে হাতে হাতে কাজ করতে চায়।'

আরো পড়ুন: this topic