নারী বিশ্বকাপে যৌন হেনস্তার শিকার অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার

নারী ক্রিকেট
নারী বিশ্বকাপে যৌন হেনস্তার শিকার অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার
অস্ট্রেলিয়া নারী দল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভারতে চলছে নারী বিশ্বকাপের আসর। ৫০ ওভারের চলতি বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে এবার ভিন্ন একটি কারণে সংবাদের শিরোনাম হয়েছে অস্ট্রেলিয়া দল। তারা ইন্দোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শনিবার মাঠে নামবে সাউথ আফ্রিকার বিপক্ষে।

অস্ট্রেলিয়া দল এখন সেখানেই অবস্থান করছে। ইন্দোরে এক অস্বস্তিকর ঘটনার সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। ক্যাফেতে যাওয়ার সময় দুই অজি ক্রিকেটারকে রাস্তায় অশোভনভাবে স্পর্শ করেছেন এক মোটরসাইকেল আরোহী। এমনই সংবাদ প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো।

বৃহস্পতিবার সকালে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ঠিক পরদিনই ঘটনাটি ঘটে। দলের নিরাপত্তাকর্মীরা বিষয়টি পুলিশে জানিয়েছেন। স্থানীয় পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত করছে বলেও জানানো হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে, 'অস্ট্রেলিয়া নারী দলের দুই সদস্য ইন্দোরে একটি ক্যাফের পথে হাঁটার সময় এক মোটরসাইকেল আরোহীর দ্বারা অশোভনভাবে স্পর্শের শিকার হন। দলের নিরাপত্তাকর্মীরা বিষয়টি পুলিশে জানিয়েছে এবং তারা তদন্ত করছে।'

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে এরই মধ্যে অভিযুক্ত মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে ইন্দোর পুলিশ। যদিও এই ঘটনায় বিশ্বকাপের আয়োজকদের পক্ষ থেকে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি এখনও। অস্ট্রেলিয়া নারী দল বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

শীর্ষস্থান নিশ্চিত করতে তাদের আর একটি জয়ের প্রয়োজন। তারা যদি প্রথম স্থানে থেকে লিগ শেষ করে, তাহলে ৩০ অক্টোবর মুম্বাইয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে। অন্যদিকে সাউথ আফ্রিকা ২৯ অক্টোবর গৌহাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে।

অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে গেলে তারা দ্বিতীয় স্থানে থাকবে—সে ক্ষেত্রে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, আর সাউথ আফ্রিকা শেষ করবে শীর্ষে থেকে এবং ফলে তারা ভারতের মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে।

আরো পড়ুন: নারী বিশ্বকাপ